আপডেট
সংস্থা পরিচিতি
প্রতিষ্ঠানের নামঃ নবকুমার ইনস্টিটিউশন এন্ড ড. শহীদুল্লাহ কলেজ নামকরণঃ ঢাকার জমিদার নবকুমার এবং জ্ঞান-মনীষা ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ -এর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েহে। প্রতিষ্ঠার তারিখঃ স্কুল শাখা- ১৯১৬, কলেজ শাখা- ১৯৭৩ খ্রিস্টাব্দ। অবস্থানঃ পুরান ঢাকার ১৬ নং উমেশ দত্ত রোড়, বকশি বাজারে অবস্থিত। ভবনঃ ৬ তলা ও ৪ তলা বিশিষ্ট দুটি নান্দনিক ভবন। শিক্ষক সংখ্যাঃ ৬৮ জন গ্রন্থাগারিকঃ ০২ জন কর্মচারীঃ ১২ জন শিক্ষার্থী সংখ্যাঃ ১৮০০ জন। শিফটঃ মর্নিং শিফট- ০৭.৪৫ থেকে ১২.০০ এবং ডে শিফিটঃ ১২.০০ থেকে ০৪.০০ ঘটিকা পর্যন্ত। বিভাগঃ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা। গ্রন্থাগারঃ সহস্রাধিক গ্রন্থ সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাকার। গবেষণাগারঃ পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে সুসজ্জিত গবেষণাগার। সততা স্টোরঃ শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ শেখার জন্য শিক্ষা সহায়ক স্টেশনারি সম্বলিত সততা স্টোর। সহশিক্ষা কার্যক্রমঃ সাংস্কৃতিক সপ্তাহ, বক্তৃতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, নবীনবরণ, অভিভাবক দিবস , বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তাঃ প্রতিষ্ঠানটি সিসিটিভির আওতাভুক্ত এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত। অঙ্গীকারঃ প্রত্যেকটি শিক্ষার্থীর সুশিক্ষাদানে আমরা অঙ্গীকারবদ্ধ। যোগাযোগঃ ফোনঃ ০২-৫৭৩০০৮৪৪৬, ইমেইলঃ niadsc1916@yahoo.com
নোটিশ বোর্ড
অধ্যক্ষের বাণী

আমি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল মান্নান ভূঁইয়া, এসইউপি (অব.) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষাকোরে কমিশন লাভ করি। দীর্ঘ ২৯ (ঊনত্রিশ) বছরের সামরিক জীবনে আমি বিকেএসপি, একাডেমিক কাউন্সেলর মিলিটারি কলিজিয়েট স্কুল, ক্যাডেট কলেজ কাউন্সিলের সদস্য এবং সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, এসইউপি (অব.)
অধ্যক্ষ
Our Club
Achivements
Advertisements
