সংস্থা পরিচিতি
প্রতিষ্ঠানের নামঃ নবকুমার ইনস্টিটিউশন এন্ড ড. শহীদুল্লাহ কলেজ
নামকরণঃ ঢাকার জমিদার নবকুমার এবং জ্ঞান-মনীষা ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ -এর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েহে।
প্রতিষ্ঠার তারিখঃ স্কুল শাখা- ১৯১৬, কলেজ শাখা- ১৯৭৩ খ্রিস্টাব্দ।
অবস্থানঃ পুরান ঢাকার ১৬ নং উমেশ দত্ত রোড়, বকশি বাজারে অবস্থিত।
ভবনঃ ৬ তলা ও ৪ তলা বিশিষ্ট দুটি নান্দনিক ভবন।
শিক্ষক সংখ্যাঃ ৬৮ জন
গ্রন্থাগারিকঃ ০২ জন
কর্মচারীঃ ১২ জন
শিক্ষার্থী সংখ্যাঃ ১৮০০ জন।
শিফটঃ মর্নিং শিফট- ০৭.৪৫ থেকে ১২.০০ এবং
ডে শিফিটঃ ১২.০০ থেকে ০৪.০০ ঘটিকা পর্যন্ত।
বিভাগঃ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।
গ্রন্থাগারঃ সহস্রাধিক গ্রন্থ সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাকার।
গবেষণাগারঃ পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে সুসজ্জিত গবেষণাগার।
সততা স্টোরঃ শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ শেখার জন্য শিক্ষা সহায়ক স্টেশনারি সম্বলিত সততা স্টোর।
সহশিক্ষা কার্যক্রমঃ সাংস্কৃতিক সপ্তাহ, বক্তৃতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, নবীনবরণ, অভিভাবক দিবস , বিশেষ দোয়া ও মোনাজাত ইত্যাদি সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
নিরাপত্তাঃ প্রতিষ্ঠানটি সিসিটিভির আওতাভুক্ত এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত।
অঙ্গীকারঃ প্রত্যেকটি শিক্ষার্থীর সুশিক্ষাদানে আমরা অঙ্গীকারবদ্ধ।
যোগাযোগঃ ফোনঃ ০২-৫৭৩০০৮৪৪৬, ইমেইলঃ niadsc1916@yahoo.com